রাজনীতি

ইউপি নির্বাচনকে সরকার তামাশায় পরিণত করেছে

বর্তমান সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, ‘তারা (সরকার) চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে, জনগণ সেখানে ভোট দিতে পারে না। ভোটের আগের দিন রাতের আধারেই ভোট হয়ে যায়। বিগত সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচনেও একই অবস্থা হয়েছে।’সোমবার বাদ আসর রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী ও বংশাল থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের আজ কারাগারে ভরে ফেলা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে ২০-২৫টি মামলা নেই। সরকার ভালো করেই জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। সেজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।‘অসুস্থ’ সাদেক হোসেন খোকার নামে মামলা দেয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার খোকার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদেরকে রাজপথে নামতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান ফখরুল।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আবুল বাশার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, প্রথম যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আজিজুল ইসলামসহ সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী ও বংশাল থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।এমএম/এআরএস/পিআর