সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলায় আবারো এগিয়ে গেছে মেয়েরা। এ জেলায় মোট পাস করেছে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী। খুলনা জেলায় এবার পাসের হার ৯৩.০৮ ভাগ। এর মধ্যে মেয়েদের সংখ্যা ১১ হাজার ৫৪ এবং ছেলেদের সংখ্যা ১১ হাজার ২৯ জন।ফলাফলের দিক থেকে এগিয়ে থাকায় মেয়েদের স্কুলগুলোতে ছিল বাধভাঙা উচ্ছাস। পাসের হারে যশোর বোর্ডের মধ্যে খুলনা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুধবার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের এসএসসি পরীক্ষায় খুলনা জেলা ও মহানগরীর ৩৮১টি স্কুল থেকে মোট ২৩ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেয়ে ১১ হাজার ৮৭৯ জন এবং ছেলে ১১ হাজার ৮৪৬ জন। পাস করেছে ২২ হাজার ৮৩ জন। জেলায় গড় পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ।এদিকে সাফল্য ধরে রেখেছে জেলার করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৯৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১০ জন।মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। জিলা স্কুল থেকে ৪০৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন।আলমগীর হান্নান/ এমএএস/পিআর