বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। ঘটনায় হতাশ হয়ে পড়েছেন তিনি। মনের অবস্থা জানাতে এখন ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তিনি।
হতাশা ব্যক্ত করে অভিনেত্রী জানান, তার দুটি টুইট কপিরাইট লঙ্ঘন করেছে। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশের মানুষ ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে দুটি টুইট করেছিলেন তিনি। আর তাতেই তার এক্স অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়। কপিরাইট লঙ্ঘনের জন্য চিহ্নিত পোস্টগুলি ছাড়াও স্বরা এক্স থেকে পাওয়া নোটিশগুলির স্ক্রিনশট পোস্ট করেছেন।
স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত
স্বরাকে এক্স থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘আপনি এমন তথ্য শেয়ার করতে পারেন না!’ স্বরার প্রিয় এক্স থেকে করা দুটি টুইটই ‘কপিরাইট লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বরা লিখেছেন, আমি বুঝতে পারছিলাম না, আমার এক্স অ্যাকাউন্ট লক ও নিস্ক্রিয় করা হয়েছে কেন। আমি সেখানে প্রবেশ করতে পারছি না। এখন বুঝলাম আমার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছেন এক্স।
স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত
আরও পড়ুন হঠাৎ নিজের বিয়ের খবর জানালেন স্বরা স্বরা ভাস্করকে হত্যার হুমকি দিয়ে চিঠিস্বরা লেখেন, ওই পোস্ট দুটির একটির ব্যাকগ্রাউন্ড কমলা রঙের। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘গান্ধী হাম শারমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়।’ এটি ভারতের প্রগতিশীল আন্দোলনের একটি জনপ্রিয় স্লোগান।
View this post on InstagramA post shared by Swara Bhasker (@reallyswara)
অন্য পোস্টটি স্বরার মেয়ের ভারতের পতাকা হাতে নিয়ে তোলা একটি ছবি। এ ছবির ক্যাপশনে লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটি কীভাবে কপিরাইট লঙ্ঘন করতে পারে এ নিয়ে প্রশ্ন স্বরার। স্বরার মনে প্রশ্ন জেগেছে, দেশপ্রেমের কথাও কি সোশ্যাল মিডিয়ায় লেখা যাবে না! দেশ ও দেশের মানুষকে ভালোবাসার কথা জানানো কি অপরাধ?
এমএমএফ/আরএমডি/জিকেএস