অমর একুশে বইমেলা উপলক্ষে বিশেষ প্রকাশনা নিয়ে এসেছে সাউন্ডবাংলা। যার নাম রাখা হয়েছে ‘স্বপ্নালোক বইমেলা’। প্রকাশনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণে সাউন্ডবাংলার স্টলের সামনে প্রকাশনাটি উদ্বোধন করা হয়।
আরও পড়ুন বিষয়ভিত্তিক ‘সেরা লেখক’ স্বীকৃতির আয়োজনের প্রস্তাব ড. ইউনূসের গণঅভ্যুত্থানের স্মৃতি, ব্যাখ্যা ও প্রভাব নিয়ে অসংখ্য বই হোকপ্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সাহিত্য-সংস্কৃতির কাগজ স্বপ্নালোকের বিশেষ প্রকাশনা ‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলামিস্ট মোমিন মেহেদী, অভিনেতা হুমায়ুন কাবেরী, নির্বাহী সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি বাপ্পি সাহা প্রমুখ।
কথাশিল্পী শান্তা ফারজানা সম্পাদিত পত্রিকাটিতে দেশের প্রথিতযশা লেখকরা মতামত, কবিতা, ছড়া এবং নতুন বইয়ের সংবাদ প্রকাশিত হচ্ছে। বিশেষ এই প্রকাশনায় লেখা পাঠানোর আহ্বান জানিয়েছে স্বপ্নালোকের সম্পাদনা পর্ষদ।
এসইউ/জিকেএস