বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘তোমার চোখে জুলাই’ শীর্ষক জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ শীর্ষক প্রতিযোগিতার বিচারকাজের জন্য তিন সদস্য বিশিষ্ট ‘জুরি বোর্ড’ গঠন করা হয়েছে।
Advertisement
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল) হাসান ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুরি বোর্ডের সদস্য হয়েছেন কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিমউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল সম্পাদক হাসান ইনাম এবং লেখক ও সাংবাদিক জুবায়ের ইবনে কামাল।
এর আগে গত ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল আয়োজন করছে ‘তোমার চোখে জুলাই'।
Advertisement
প্রতিযোগিতায় লেখা পাঠাতে ৩ টি ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়।
গ্রুপ-এবাংলাদেশের যেকোনো প্রান্তের ১ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতেপারবে।
• জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মৌলিক লেখা (গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।
• সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০০০ শব্দের লেখা পাঠানো যাবে।
Advertisement
• লেখার সাথে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি, যোগাযোগের নাম্বার পাঠাতে হবে।
১ম পুরস্কার নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ সাত হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ৩য় পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
গ্রুপ- বি•বাংলাদেশের যেকোনো প্রান্তের একাদশ-দ্বাদশ বা সমমানের শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতেঅংশগ্রহণ করতে পারবে।
• জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মৌলিক লেখা (গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।
•সর্বনিম্ন ৭০০ ও সর্বোচ্চ ১২০০ শব্দের লেখা পাঠানো যাবে।
•লেখার সাথে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি, যোগাযোগের নাম্বার পাঠাতে হবে।
১ম পুরস্কার নগদ পনের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ বারো হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
গ্রুপ-সি• বাংলাদেশের যেকোনো প্রান্তের বিশ্ববিদ্যালয় ও সমমনা মাদরাসার শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতেঅংশগ্রহণ করতে পারবে।
• জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মৌলিক লেখা(গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।
• সর্বনিম্ন ১২০০ ও সর্বোচ্চ ৩০০০ শব্দের লেখা পাঠানো যাবে।
• লেখার সাথে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও শ্রেণী, যোগাযোগের নাম্বার পাঠাতেহবে।
১ম পুরস্কার নগদ বিশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ সতের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ৩য় পুরস্কার নগদ পনের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
এছাড়া প্রতি ক্যাটাগরির সেরা বিশজনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
১০ ফেব্রুয়ারি ছিল এসব বিষয়ে লেখা পাঠানোর শেষ দিন। মনোনীত লেখাগুলো অমর একুশে গ্রন্থমেলায় বই আকারে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছিল।
এনএস/এসএনআর/জেআইএম