কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর সীমান্ত থেকে এসব মোবাইল জব্দ করা হয়।
Advertisement
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর এলাকা থেকে ১০৯টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল এবং দুই হাজার ৭০০টি মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
তিনি আরও জানান, এসব মোবাইল ফোন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনে চোরাকারবারিরা। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার করা এসব অবৈধ সামগ্রী কাস্টমসে জমা করা হবে।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম