দেশজুড়ে

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা

শৈলকুপার ১২নং নিত্যানন্দপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের সমর্থকদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা। শুক্রবার রাতে বাগুটিয়া বাজারে এ হামলা চালিয়ে ওই প্রার্থীর ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট-পাট করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন জানান, ক্ষমতাসীন দলের প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা তার উপর হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রতিপক্ষের উপর এমন হামলাসহ ব্যানার, পোস্টার ও মহড়া দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী মফিজুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করছে তার প্রতিপক্ষরা।এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেছেন, ১টি দোকানে ভাঙচুর হয়েছে তবে সেখানকার নির্বাচনী পরিবেশ ভালো আছে, পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস