দেশজুড়ে

ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

দ্বিতীয় পর্বের প্রথম দিনে ইজতেমা ময়দানে দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লির মৃতু হয়েছে। তিনি খুলনা সদরের লবণচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

Advertisement

ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১ নম্বর খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

Advertisement