দেশের ৭০ শতাংশ পরিবারে একটি করে স্মার্টফোন রয়েছে। এছাড়া সময়ের সঙ্গে রেডিওর প্রতি মানুষের আস্থা বাড়ছে। বর্তমানে গড়ে ১৫ দশমিক ১ শতাংশ পরিবার রেডিও ব্যবহার করে যা ২০২৩ সালে ছিল ১৪ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে ১২ দশমিক ৮ শতাংশ।
সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ-২০২৪ এ এসব তথ্য দেওয়া হয়েছে।
বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে ৭০ দশমিক ১ শতাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। ২০২৩ সালে এ হার ছিল ৬৩ দশমিক ৩ এবং ২০২২ সালে ছিল ৫২ দশমিক ১ শতাংশ। কম্পিউটারের ব্যবহারও কিছুটা বেড়ে ৯ দশমিক ২ শতাংশ হয়েছে। ২০২৩ সালে ৮ দশমিক ৯ এবং ২০২২ সালে ৮ দশমিক ৭ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। বর্তমানে ৫০ শতাংশ পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে। ২০২৩ সালে ৪৩ দশমিক ৬ এবং ২০২২ সালে এই হার ছিল ৩৮ দশমিক ১ শতাংশ।
বর্তমানে দেশের ৯৮ দশমিক ২ শতাংশ পরিবারে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ২০২৩ সালে ৯৯ দশমিক ১ এবং ২০২২ সালে এ হার ছিল ৯৮ দশমিক ৯ শতাংশ।
বর্তমানে ৬৩ দশমিক ৫ শতাংশ পরিবারে টেলিভিশন রয়েছে, ২০২৩ সালে ছিল ৬২ দশমিক ২ এবং ২০২২ সালে ৬২ শতাংশ পরিবার টেলিভিশন ব্যবহার করতো।
বিবিএস জানায়, সমগ্র দেশে ত্রৈমাসিক ভিত্তিতে ২ হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকায় দৈবচয়নের মাধ্যমে ২৪টি করে সর্বমোট ৬১ হাজার ৬৩২টি খানায় (বছরে ২,৪৬,৫২৮টি খানায়) তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় ২১৪ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীর মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকসমূহের অগ্রগতি জানার পাশাপাশি জেলা-ভিত্তিক ব্যক্তি এবং খানাসমূহ দ্বারা আইসিটি ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে সর্বশেষ এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইসিটি সেক্টরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।
এমওএস/এমএইচআর/এমএস