যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে হলে খেলাধুলার আয়োজন করতে হবে বলে উল্লেখ করেছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জে আইয়ুব আলী খান কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিসিবির পরিচালক বলেন, যুবকরা এই সমাজ বিনির্মাণে অনেক ভূমিকা রাখছে। আমি নিজেও মফস্বল থেকে আজ এই পর্যায়ে পৌঁছেছি। আশা করি এখান থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো প্রতিভা উঠে আসবে। বাংলাদেশে টেপ টেনিসে প্রথম আমি সিদ্ধেশ্বরী বালুর মাঠে খেলেছি। পরে এটা ঢাকায় জনপ্রিয় হয়। আমাদের সমসাময়িক সবাই এটা খেলেছে।
গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব যুবদল নেতা সোহেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, এনসিসি গ্রুপের সিনিয়র ম্যানেজার আতিকুর রহমান, ব্যবসায়ী আহসান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, কাতার প্রবাসী ও স্থানীয় বিএনপি নেতা মানিক পাটওয়ারী প্রমুখ।
শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম