মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নাজমুল হোসেন (৭৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাজমুল হোসেন তার নিজের খিত্তায় (৭২) শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মৃত্যুবরণ করলেন।
মো. আমিনুল ইসলাম/ইএ