জাতীয়

গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে গেলেন ডিএনসিসি প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান ডিএনসিসির প্রশাসক।

এর আগে শুক্রবার সকালে ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে ৩টি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে একটি পার্ক, একটি খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা দেন।

আরও পড়ুনসাত দিনেই সব নিয়ম ভেঙে আগের রূপে গোলাপি বাস জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা শনিবার 

পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রিজের পাশে। এছাড়া কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণ করা হবে।

হাসপাতাল থেকে ফিরে শুক্রবার রাত ১০টার দিকে ডিএনসিসি প্রশাসক পবিত্র শবে বরাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও শাহ আলী মাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও লাইট সচল আছে কি না পরিদর্শন করেন।

এমএমএ/কেএসআর