কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া (২২) উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর সদরের হাপানিয়া এলাকার চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শাকিল মিয়া। কাজ করার সময় চতুর্থ তলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে স্পর্শ লেগে ছিটকে নিচে পড়ে যান শাকিল।
এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুদ মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ভবনের চারতলায় কাজ করছিলেন শাকিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম