চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বাবুরহাট ও ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় মুসলিম বিস্কুট অ্যান্ড বেকারিকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ অ্যান্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মাংস ব্যবসায়ী শরিফ খানকে ১ হাজার টাকা এবং রুবেল ঢালীকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম