ভারতের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহে প্রচন্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে আরও ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ভারতে শীতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়াল। জৈনপুর, মির্জাপুর, বারাণসি, চাঁন্দাউলি ও গাজিপুর থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় এ অঞ্চলের অধিকাংশ স্থানের তাপমাত্রা অনেক কমে গেছে। এতে ভারতের বেশীর ভাগ অঞ্চল কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। এ ধরণের দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক, রেল ও আকাশ পথে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।জানা গেছে, ভারতের মুজাফফনগর, শাহজাহানপুর ও লখনৌতে তাপমাত্রা সবচেয়ে কম। এসব অঞ্চলে তাপমাত্রা ২.২ থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকবে।