মেকআপ করার সময় না থাকলে দ্রুত সাজের জন্য হাতের কাছে কাজল রাখলেই অনেকের কাছে যথেষ্ট মনে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল লাগালেই মনে হয় সাজ সম্পূর্ণ। অনেকেই তো সারা দিন চোখে কাজল রেখেই থাকেন।
তবে কি জানেন? দীর্ঘসময় চোখে কাজল রাখলে নানা সমস্যা দেখা দিতে পারে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, চোখে দীর্ঘ সময় কাজল থাকলে চোখের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। কিছু মানুষ আবার কাজল না তুলে ঘুমিয়ে পড়েন, যা ক্ষতির সম্ভাবনাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই কাজল পরার আগে সচেতন হওয়া জরুরি।
চলুন জেনে নিন, চোখে কাজল থাকার ফলে কী কী সমস্যা হতে পারে -
১. প্রতিদিন কাজল ব্যবহার করলে চোখে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। কাজল যখন চোখের সংস্পর্শে আসে, তখন এর মাধ্যমে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু চোখে প্রবেশ করতে পারে। সমস্যা আরও বাড়ে যদি কাজলটি পুরোনো হয়, অন্য কারো সঙ্গে শেয়ার করা হয়, বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয়।
২. দীর্ঘসময় চোখে কাজল রাখলে অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। চোখে লালভাব দেখা দিতে পারে। কাজলে থাকা নানা উপাদানের কারণে চোখে এলার্জির সম্ভাবনা থাকে। চোখের আশেপাশে র্যাশ বা ছোট ফুসকুড়িও দেখা দিতে পারে।
৩. কাজল পেনসিল সঠিকভাবে পরিষ্কার না থাকলে চোখে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘ সময় কাজল থাকার কারণে চোখের নিচে কালচে দাগ পড়ার প্রবণতাও থাকে।
৪. বর্তমানে মোবাইল ও অন্যান্য স্ক্রিন ব্যবহারের কারণে চোখ শুষ্ক হওয়ার সমস্যা সাধারণ হয়ে উঠেছে। তবে শুধুমাত্র স্ক্রিনটাইমের কারণে নয়, কাজল থেকেও চোখ শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষ করে যারা ইতোমধ্যেই ড্রাই আই সিন্ড্রোমে ভুগছেন, তাদের জন্য প্রতিদিন কাজল লাগানো এই অবস্থাকে আরও তীব্র করতে পারে। শুষ্ক চোখের সিন্ড্রোমের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে লালভাব, জ্বালাপোড়া, চুলকানি এবং মাঝে মাঝে ঝাপসা দৃষ্টি।
কাজল ব্যবহারের সঠিক নিয়মভালো ব্র্যান্ডের কাজল বেছে নিন এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করুন। কারো সঙ্গে কাজল শেয়ার করা থেকে বিরত থাকুন। কাজল লাগানোর সময় হাত পরিষ্কার রাখুন এবং চোখ স্পর্শ করার সময় সতর্ক থাকুন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই কাজল পরিষ্কার করুন। এছাড়া চোখে কোনো অস্বাভাবিক সমস্যা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন দূষিত বায়ু ত্বকের শত্রু, প্রতিদিন যত্ন নেবেন যেভাবে শীতে হাতের আঙুল ফাটা দূর করার ঘরোয়া উপায়
এসএকেওয়াই/