দেশজুড়ে

সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেনকে প্রত্যাহার

প্রত্যাহার করা হলো সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম আনোয়ার হোসেনকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজের হাতে এ সংক্রান্ত একটি চিঠি আসে।

Advertisement

যেখানে উল্লেখ্য করা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।

পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে এ কথা উল্লেখ্য করা হয়।

তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জাগো নিউজকে বলেন, আমি এই মুহূর্তে তাহিরপুরে আছি। এসপির বিষয়ে কিছু জানি না।

Advertisement

এ বিষয়ে জানতে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় পুলিশ সুপারের রুম থেকে গলাধাক্কা দিয়ে গণঅধিকার পরিষদের নেতাদের বের করার হুমকি ও ‘বিএনপির বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারবো’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে বিতর্ক শুরু হয়।

লিপসন আহমেদ/জেডএইচ/এমএস

Advertisement