বিনোদন

বর্ণালীর কণ্ঠে ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তূর্য্য।

মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।

এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

আরও পড়ুন:

নতুন ধরনের গান করছি, জন্মদিনে বাপ্পা মজুমদার নতুন গান নিয়ে এলেন শিল্পী বিশ্বাস

গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।’

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে।’

জানা গেছে, খুব শিগগিরই গানের ভিডিও মৌ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এমআই/এলআইএ/এমএস