নতুন গান নিয়ে এলেন শিল্পী বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নিয়মিতই গান করে যাচ্ছেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউয়ের মাইলফলক। বিশেষ করে ‘রাগ কইরো না মনের মানুষ’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। শিল্পী বিশ্বাস হাজির হলেন আরও একটি নতুন গান নিয়ে।

নতুন এই গানের শিরোনাম ‘বন্ধু আমার প্রাণে না আসিলো’।

তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এস ডি সাগর।

গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেকদিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এস ডি সাগর শ্রুতিমধুর সংগীতায়োজন করেছেন। গানটি গেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি।’

শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের। সেই তালিকায় নতুন গানটিও নাম লেখাবে বলে প্রত্যাশা গায়িকা শিল্পীর।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।