দেশজুড়ে

ভৈরবে পুলিশের কাজে বাধা : ৫০০ গ্রামবাসীর নামে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৫০ জনের নাম উল্লেখসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে এসআই আবুল কালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা যায়, শুক্রবার বিকেলে ভৈরবের ভবানীপুর গ্রামে হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে যায়। এসময় গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। পরে জনতা পুলিশের উপর ইট পাটকেল ও দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে গ্রামবাসী পুলিশকে চতুরদিক ঘিরে ফেলে। এ অবস্থা দেখে কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে টিয়ার গ্যাসসহ ১৮০ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় একদল গ্রামবাসী পুলিশের পক্ষে এগিয়ে আসলে অপর একদল গ্রামবাসী সঙ্গে সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার, বাজিতপুর সার্কেলের এএসপি মৃত্যুনজয়ী সজল দে, কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া রাতে সংঘর্ষ চলাকালে কিশোরগঞ্জ থেকে রিজার্ভ পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবরে পেয়ে ভৈরব পৌরসভার মেয়র অ্যাড. ফখরুল আলম আক্কাছ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাংগীর আলম সেন্টু রাতে ওই গ্রামে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। এদিকে গ্রামবাসীর অভিযোগ, পুলিশ আসামি ধরার নামে অনেকের বাড়ি ঘর ভাঙচুরসহ লুটপাট করেছে। গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, আসামি ধরতে গেলে গ্রামবাসী পুলিশের উপর আক্রমণ করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান, পিস্তল ও টিয়ার গ্যাস ছুঁড়ে। তিনি পাঁচ গ্রামবাসীর বিরুদ্ধে মামলার কথা স্বীকার করেছেন। আসাদুজ্জামান ফারুক/এআরএ/এবিএস