ফেনীর সোনাগাজীতে দুইটি পিস্তলসহ মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক দাউদুল ইসলাম মিনারসহ পাঁচজনকে আটক করেছেে র্যাব। শনিবার বিকেলে ইউনিয়নের বকুলতলা থেকে তাদের আটক করা হয়। ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার লোক্কার দোকান নামক স্থানে (ঢাকা মেট্টে ছ ৫১-৯০২১) একটি মাইক্রোবাসকে চ্যালেন্স করে র্যাব সদস্যরা। এসময় গাড়িটি পালিয়ে যেতে থাকলে বকুলতলা নামক স্থান পর্যন্ত ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয়। গাড়ি থেকে চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, মো. নুরুল করিম (৩২), মো. হারুন অর রশিদ মিঠু (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বশরকে (২২) আটক করে র্যাব। গাড়ি তল্লাশিকালে র্যাব দুইটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। আটকদের সোনাগাজী থানায় সোপর্দ করা হয়েছে। জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি