মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
পরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক অ্যাড, কামরুল হাসান। বিএনপির অপর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক আশিক রাব্বিসহ অন্য শিক্ষার্থীরা।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
আসিফ ইকবাল/কেএএ/