চাঁদপুরের হাজীগঞ্জে ভাই-বোনসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকা তাকে আটক করা হয়।
তারা হলেন, পলি বেগম (২৮), তার ভাই কাজী আহমেদ শরীফ (৩৫), আইয়ুব ভূঁইয়া (৪৫), খোরশেদ আলম (৩৮) ও নাজিয়া আক্তার কাঁকনকে (২৫) গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ৩৯০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস