জাতীয়

ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৫

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা-পূর্ব থানাধীন বিভিন্ন এলাকা থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, মো. রুহুল আমিন (৩১), মো. সোহেল (৪৬), মো. আলভী (২১), হৃদয় মিয়া (২৩), মো. ফয়সাল (২২), মো. ইয়াসিন (১৯), মো. শাহিন (৪৬), মো. মানিক মিয়া (৩৪), রুপন বর্মন (৩২), মো. সুজন (৩০), মো. পারভেজ (২৫), মো. আহসান উল্লাহ (২০), শ্রী সুজন রবিদাস (২৫), মো.রুবেল হোসেন (৩০) ও মোসা. রতনা বেগম (২০)।

আরও পড়ুন:

উত্তরায় দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা ছিনতাইয়ের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলি: ডিএমপি কমিশনার রাজধানীতে যুবককে গুলি করে মোবাইল ও টাকা ছিনতাই

উত্তরা-পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) উত্তরা-পূর্ব থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ব্যক্তি। গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এমএস