পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে আপিল বিভাগের অফিসের সময়সূচি নির্ধারণ করেছেন। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
আরও পড়ুনরমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টারমজানের আগ মুহূর্তে বাড়লো মাছ-মাংসের দাম, সয়াবিনে কৃত্রিম সংকটদুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।
অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।
এফএইচ/ইএ/জেআইএম