গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে রোববার (২ মার্চ) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে সদর থানায় একজন, কোনাবাড়ী থানায় একজন,গাছা থানায় তিনজন, পুবাইল থানায় তিনজন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন ও টঙ্গী পশ্চিম থানা ৪৪ জন গ্রেফতার হয়েছেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। জেলায় ২৩ দিনে মোট ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস