কৃষি বিপণন আইন অনুযায়ী দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ বা হিমাগারের আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। যেখানে প্রতি কেজি আলুতে সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া দিতে হবে।
রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন
সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভএতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।
এর আগে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি ৮ টাকা ভাড়া নির্ধারণ করেছিলেন হিমাগার মালিকরা। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে চাষিরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রকাশ করেন।
এনএইচ/এমকেআর