তথ্যপ্রযুক্তি

গুগলে এই ৫ শব্দ সার্চ করলে যা ঘটতে পারে

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। তবে জানেন কি, কিছু শব্দ আছে যা গুগলে সার্চ করলে আপনার জেল-জরিমানা পর্যন্ত হতে পারে। আবার এবং কিছু শব্দ আছে যা সার্চ করলে আজব ঘটনা ঘটতে পারে।

এই গুগল সার্চ থেকেই হতে পারে কিছু অদ্ভুতুড়ে কাণ্ড। এমন কিছু শব্দ রয়েছে, যেটা লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনজুড়ে এমন কাণ্ড ঘটবে যা কিনা ইউজারের নিয়ন্ত্রণেই নেই! আসুন দেখে নেই কোন শব্দগুলো গুগলে সার্চ করবেন এই অভিজ্ঞতা নিতে-

ড্রপ বিয়ারগুগল সার্চে ড্রপ বিয়ার লিখলে স্ক্রিনের বাঁদিকে একটি ভাল্লুকের আইকন আসবে। ওই আইকনে ট্যাপ করলেই ঘোলাটে হয়ে যাবে গোটা স্ক্রিন। আর আইকনে থাকা ভাল্লুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভাল্লুকটি নেমে যাওয়ার পরে বোমা বিস্ফোরণ হবে। কেঁপে উঠবে গোটা স্ক্রিন।

চিক্সইউক্লাবআজব কাণ্ড ঘটতে পারে চিক্সইউক্লাব লিখলেও। এনটার দিলেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

ডার্ট মিশনডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাঁদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে।

লাস্ট অফ আসএটি একটি ওয়েব সিরিজের নাম। কিন্তু গুগলে এই কথাটি লিখলে স্ক্রিনের তলায় একটি মাশরুম দেখা যাবে। ওই মাশরুমে ক্লিক করলে গোটা স্ক্রিনজুড়ে ছত্রাক গজাতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন, ততবার বাড়তে থাকবে ছত্রাক। সেই স্ক্রিনটি অন্যদের কাছে শেয়ার করার অপশনও থাকবে স্ক্রিনেই।

ক্যাটসি ফর ক্যাট। বিড়াল অনেকের প্রিয় প্রাণী। কিন্তু, এই বিড়াল নিয়ে গুগল সার্চ করলেই একটি মজার জিনিস দেখতে পাবেন। গুগলে গিয়ে ইংরেজিতে সার্চ করতে হবে ‘ক্যাট’। তারপর ঠিক ড্রপ বিয়ারের মতোই স্ক্রিনের একটু নিচে একদম ডান দিকে বিড়ালের পায়ের ছাপের একটি সাইন থাকবে।

সেই সাইনে ক্লিক করলেই বিড়ালের পায়ের ছাপ পড়বে স্ক্রিনের উপর। এবার স্ক্রিনে যেখানেই ক্লিক করবেন সেখানেই বিড়ালের ছাপ পড়বে। বাচ্চাদের কাছে বিষয়টি বেশ মজার হতে পারে। তাই তাদেরকে এই ম্যাজিকটি দেখাতে পারেন।

আরও পড়ুনগুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম