গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

গুগল শুধু সার্চ ইঞ্জিনই নয়, অনেক বড় স্টোরেজ ফোনের। গুগল ফটোস ছবি সেভ রাখার জন্য বা গ্যালারি হিসেবে দারুণ। তবে গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ ফুল হয়ে সময় লাগে না বেশিদিন। জরুরি ছবির সঙ্গে অপ্রয়োজনীয় ছবিও স্টোরেজ হয়ে থাকে গুগল ড্রাইভে।

স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোনের গতিও কমে যায়। তাই নিয়মিত গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করুন। দেখে নিন গুগল ফটো অ্যাপ এবং ডেস্কটপে কীভাবে স্টোরেজ পরিষ্কার করতে হয়-

আরও পড়ুন: গুগল ফটোসে ডিলিট হওয়া ছবি হোয়াটসঅ্যাপে ফিরে পাবেন

>> আপনার ফোনে গুগল ফটোস অ্যাপ ওপেন করুন।
>> এরপর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
>> উপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি বা ইনিশিয়ালে ক্লিক করতে হবে।
>> এরপর “ফটো সেটিং” অপশন খুঁজতে হবে এবং ক্লিক করতে হবে। তারপর “ব্যাকআপ” এবং অবশেষে “ম্যানেজ স্টোরেজ” অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর “রিভিউ অ্যান্ড ডিলিট” বিকল্পের অধীনে একটি বিভাগ সিলেক্ট করতে হবে।
>> এবার সিলেক্ট অপশনে ক্লিক করুন এবং যে আইটেমগুলো ডিলিট করতে হবে তা বেছে নিন।
>> একবার এই কাজ হয়ে গেলে “মুভ টু ট্রাশ” বা “ডিলিট” বিকল্পে ক্লিক করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।