কিশোরগঞ্জের করিমগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার খোকন মিয়ার ছেলে তাজিন (১০) ও শহরের নগুয়া এলাকার আলামিনের ছেলে আবির (৭)। তাজিন ও আবির সম্পর্কে খালাতো ভাই। এলাকাবাসী জানায়, ওই দুই শিশু মায়ের সঙ্গে দেওপুর গ্রামে তাদের নানা বাচ্চু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। তারা বাড়ির সামনে পুকুর পাড়ে ফুটবল খেলছিল। দুপুর ১২টার দিকে পুকুরের ফুটবল পড়ে গেলে তারা ফুটবল আনতে গেলে ডুবে যায়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নূর মোহাম্মদ/এফএ/পিআর