দেশজুড়ে

কিশোরগঞ্জে নজরুল মেডিকেল কলেজের টিকিটে মুজিববর্ষের লোগো

আওয়ামী সরকার পতনের সাত মাস পার হলেও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের টিকিটে মুজিববর্ষের লোগো রয়ে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা।

তারা বলছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো বিভিন্ন অফিস-আদালতে তাদের লোকজন রয়ে গেছে। মঙ্গলবারও (৪ মার্চ) হাসপাতালটির জরুরি বিভাগের টিকিটে মুজিববর্ষের লোগো দেখা যায়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগের ছাপানো অনেক টিকিট রয়ে গেছে। যা এখনো বাতিল করা যাচ্ছে না। এছাড়া নতুন টিকিট ছাপানোরও অনুমতি পাওয়া যাচ্ছে না। তাই পুরাতন টিকিট ব্যবহার করতে হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালসহ যত প্রতিষ্ঠানে মুজিববাদের লোগো রয়েছে তা পরিবর্তন করতে হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগের ছাপানো টিকিট অনেক রয়ে গেছে। যা বাতিল করা যাচ্ছে না। নতুন কাগজ ছাপানোরও অনুমতি পাওয়া যাচ্ছে না। তাই পুরাতন এসব কাগজ ব্যবহার করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এসকে রাসেল/জেডএইচ/জেআইএম