জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের স্কুলে ভর্তির সুযোগ কোনোভাবেই কোটার সঙ্গে তুলনাযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মোট সংখ্যা সাড়ে ১২ হাজার। তাদের অবদানের কথা মাথায় রেখে সরকার এককালীন অনুদান দিয়েছে। একই ভাবে তাদের পরিবারের সন্তানদের শুধু স্কুলে ভর্তির ক্ষেত্রে এককালীন সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে যে অনুদান দেওয়া হচ্ছে তারই একটি অংশ তাদের সন্তানদের স্কুলে ভর্তির সুযোগ। এর সঙ্গে কোটা তুলনাযোগ্য নয়।
গত ২০ ফেব্রুয়ারি জারি করা এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
৫ শতাংশ কোটা সংরক্ষণের সেই আদেশ বাতিল করে গতকাল সোমবার নতুন আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন আদেশে প্রতিটি শ্রেণিতে নির্ধারিত আসনের অতিরিক্ত একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষণ থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুন
সরকারি মাধ্যমিক-১ অধিশাখার উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা নতুন আদেশ অনুযায়ী, ‘জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।’
এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে বলেও আদেশে জানানো হয়েছে।
এমইউ/এমকেআর/এমএস