সকালে শপথ নেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। যদিও দুপুর পর্যন্ত দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
সি আর আবরার বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় উপস্থিত হন। এ সময় শিক্ষা উপদেষ্টার দায়িত্বে চালিয়ে আসা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. সি আর আবরারএরপর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আরএমএম/জেএইচ/এএসএম