জাতীয়

জেনেভা ক্যাম্প থেকে বোমা মুন্না গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাজ হত্যা মামলার আসামি এবং চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্নাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মুন্না ওরফে বোমা মুন্নাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১ নভেম্বর মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের এক পর্যায়ে আশপাশের রাস্তায় চলাচলরত রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হন।

আরও পড়ুন আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, বিষফোড়া ‘জেনেভা ক্যাম্প’ 

স্থানীয়রা রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, এ ঘটনায় নিহত রাজের বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামি বোমা মুন্নাকে গ্রেফতার করে।

টিটি/এমএইচআর/জিকেএস