দেশজুড়ে

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার টাকা মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে জিরাট-মদনা সড়কের জৈব সার কারখানার সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মিজান মণ্ডল (৩৪) ও হায়াত আলী (৫২)। তাদের দুজনের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার জিরাট গ্রামে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দর্শনাকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

হুসাইন মালিক/এমএন/এমএস