আন্তর্জাতিক

পুরুষদের সঙ্গে সমান তালে বাইক সার্ভিসিং করছেন কলকাতার এই নারী

আপনি দুই চাকার বাইক নিয়ে যাচ্ছেন। মাঝ রাস্তায় আপনার বাইকটি খারাপ হয়ে গেছে? চিন্তা করবেন না, একজন নারী মেকানিক এটি ঠিক করে দেবে। হ্যাঁ, এমনই এক দৃশ্যের দেখা মিলবে কলকাতার হরিদেবপুরে।

জানা গেছে, সোনালী মিস্ত্রি নামে পরিচিত এই নারী তার স্বামীর কাছ থেকে বাইক সার্ভিসিং এর কাজ শিখেছেন। তারপর থেকেই সোনালী নিজেই সার্ভিসিং এর কাজ শুরু করেন। প্রায় ২৬ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সোনালী।

এই কাজের জন্য বিভিন্ন সমাজসেবা সংগঠন থেকে পুরস্কৃত করা হয়েছে তাকে।

সোনালী মিস্ত্রী বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য আমার স্বামীর দোকান বন্ধ হয়ে গিয়েছিল।ফলে সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। পরে একটি ছোট গ্যারেজ খুলে আমার স্বামী। সেখানেই আমি তাকে সাহায্য করতাম। ধীরে ধীরে আমার স্বামীর কাজ দেখতে দেখতে সার্ভিসিং শিখে যাই।

তিনি আরও বলেন, বাইক সার্ভিসিং এর সব কাজই আমি পারি। আমার স্বামী আমাকে সাহায্য করেছে বলেই আমি এই কাজটি শিখতে পেরেছি। আমার কাজে সবাই খুশি। কারণ এই ধরনের কালি মাখা কাজ নারীরা করে না।

সোনালি আরও বলেন, এক্ষেত্রে অনেক কাজ আছে যা অনেক ভালো মেকানিকরাও পারে না সেই সব কাজও আমি পারি। ২৬ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি।

সোনালী বলেন, এখনকার নারীরা পড়াশোনা করে এই ধরনের কাজ করতে চাইছে না।তবে আমি এই কাজ করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছি। বেশ ভালো লাগছে আমার।

ডিডি/এমএসএম