জাতীয়

জিহাদের মৃত্যু : স্বত্বাধিকারী ও রেলওয়ে প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

ছেলে জিহাদকে উদ্ধার কাজে গাফিলতি ছিল এমন অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও রেলওয়ের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাবা নাসির উদ্দিন ফকির।শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানায় গিয়ে তিনি এ মামলা দায়ের করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আব্দুস সালাম ও রেলওয়ের প্রকৌশলী জাহাঙ্গির আলমের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই হিমাংসু চন্দ সুত্রধর।