ক্যারিয়ারের প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্ন’ নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ২০১৫ সালের মার্চের ২০ তারিখ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অপূর্ব।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারের প্রথম ছবি। দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে কাজ করেছি। সব কাজ অনেক আগেই শেষ হয়েছে। তারপরও আনুষঙ্গিক কিছু কাজ শেষ করতে সময় লেগে যায়। পাশাপাশি প্রথম ছবি হওয়ার কারণে নিখুঁতভাবে কাজ করারও একটা বিষয় আছে। সব বাধা অতিক্রম করে ছবিটি মুক্তির মিছিলে যোগ দিচ্ছে এটা জানতে পেরে আমি খুবই আনন্দিত।’চলচ্চিত্রে সফল হলে সেখানেই স্থায়ী আবাস গড়বেন কিনা এমন প্রশ্নে অপূর্ব বলেন, ‘এখনও সে ধরনের কোনো পরিকল্পনা করিনি। টিভি পর্দা দিয়েই আমার পরিচিতি। স্বভাবতই এ মাধ্যমটির প্রতি আমার দুর্বলতা রয়েছে। সুবিধাজনক অবস্থান তৈরি হলে দুই মাধ্যমেই কাজ করব।’