কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের নামা মির্জাপুর ফুরকানিয়া মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে। মারামারির জেরে পূর্ব নির্ধারিত সম্মেলন পণ্ড হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফরাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নামা মির্জাপুর ফুরকানিয়া মাদরাসা মাঠে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে কমিটি গঠনের পদ্ধতি নিয়ে সভাপতি প্রার্থী সৈয়দ মিয়া ও মোশারফ হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, ‘সম্মেলন শেষ হওয়ার পর স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন এই কাছ করেছে। এমনকি তারা ভিডিও করে নিজেরাই এটাকে প্রচার করছে। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসকে রাসেল/এসআর/জেআইএম