বিনোদন

মা হচ্ছেন সারিকা

বিয়ের পর সারিকার জীবন একেবারেই বদলে গেছে। কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ হয়, বিয়ের পর বেশ সুখেই দিন কাটছে তার। সেই সুখের সঙ্গে এবার  যোগ হয়েছে নতুন মাত্রা। সারিকার সংসারে নতুন সদস্যের আগমন ঘটছে। বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করা হলে সারিকা বলেন, খবরটি সত্যি। আমি সন্তানের মা হতে চলেছি। একজন নারী হিসেবে সত্যিই এটা অনেক বড় একটি সুখকর বিষয়। শুধু তাই নয়, খবরটি পাওয়ার পর আমার স্বামী মহিম করিমও অনেক খুশি হয়েছে। পাশাপাশি আমাদের পুরো পরিবার এখন আনন্দের জোয়ারে ভাসছে। সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে তুমুল জনপ্রিয় হলেও দীর্ঘদিন ধরে মিডিয়াপাড়ায় কোন ব্যস্ততা নেই সারিকার। গত বছর ব্যবসায়ী মহিম করিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এ পর্দাকন্যা। তারপর দেরি না করে বিয়ে করে ফেলেন তারা। সমপ্রতি সারিকা বিবাহিত জীবনের এক বছর অতিক্রম করেছেন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সেটা প্রকাশও করেছেন সারিকা।