কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করে সবাই আনন্দ উৎসব করে। কিন্তু অসহায়, সুবিধাবঞ্চিত, অনাথ, হতদরিদ্র কিংবা পথশিশুরা এই আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়। কারণ, তাদের কেনার সামর্থ্য নেই বা অভিভাবকহীন।
ঈদ উপলক্ষে চারিদিকে কত আয়োজন অথচ সেইসব আয়োজন চোখে দেখা ছাড়া উদযাপন করার মতো সুযোগ পথশিশুদের হয় না। গত ১৫ মার্চ ইফতারের পর দেখা গেলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্র! দেখা যায়, রাজধানীর একটি ক্লোথিং ব্র্যান্ডের আউটলেট থেকে নিজের পছন্দমতো নতুন জামা পরিধান করে হাসিমুখে বের হচ্ছে পথশিশুরা। এসব পথশিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, যে তারা এই নতুন চকচকে ব্র্যান্ডের জামা ঈদ উপহার হিসেবে পেয়েছে। আর পথশিশুদের এসব উপহার দিয়েছেন আরাবী বিনতে শফিক শিফা নামের এক শিশু।
নতুন জামা উপহার পেয়ে সোহেল নামের এক পথশিশু তার অনুভূতি জানিয়ে বলে, ‘আগে ঈদের দিন নয়া কাপড় কোনোদিনও পরি নাই। এইবার শিফা আফু কিইনা দিছে। আমডা ঢান্ডা দোকানে আইসা পছন্দ কইরা কাপড় লইয়া গেছি।’
শীতাতপনিয়ন্ত্রিত আউটলেটই পথশিশুদের কাছে ঠান্ডা দোকান। আর পথশিশুরাও নিজের পছন্দমতো ঈদের জামা পেয়ে দারুণ উচ্ছ্বসিত। এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে আরাবী বিনতে শফিক শিফা বলেন, ‘বেশিরভাগ পথশিশুর মা-বাবা নেই, তাই তাদের আপনজন বলতেও কেউ নেই। আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটাতে। আর পথশিশুদের এই আনন্দটুকুই আমার সফলতা।
নিজের জমানো টাকা ও ফিল্যান্সিংয়ের টাকা প্রত্যেক রমজানেই পথশিশুদের জন্য ব্যয় করেন শিফা। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
জেএইচ/জেআইএম