সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাজধানীর পল্লবী এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাস এ তথ্য জানান।
আরও পড়ুন অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণতিনি বলেন, পল্লবীর বেগুনটিলা বস্তি এলাকায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার নিজের বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করছেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
টিটি/ইএ/এএসএম