প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর হবে ঐতিহাসিক।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীতে যা থাকছে দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকা থেকেইশফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা এ তিনটি পণ্য বিপুল পরিমাণ আমদানি করতে চায় চীন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমমদ ও ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
এমইউ/এমএএইচ/জিকেএস