লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম, কেন্দ্র থেকে এজেন্ট ও কর্মী-সমর্থকদের বের করে দেয়ার অভিযোগে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার বিকেল ৩টার দিকে বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন তার লক্ষ্মীপুর শহরের উত্তর তেমহনীর বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের মেয়র প্রার্থী অাবু তাহেরের পক্ষে বহিরাগত ক্যাডাররা প্রকাশ্যে সিল মেরেছে। তারা সকালেই কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের দেয়।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাছিবুর রহমানসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।কাজল কায়েস/এআরএ/এমএস