দেশজুড়ে

কসবা পৌরসভার মেয়র হলেন জুয়েল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টায় কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ এ তথ্য নিশ্চিত করেন।তিনি জাগো নিউজকে জানান, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েল পয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. ইলিয়াস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৪৩ ভোট।উল্লেখ্য, কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস