দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আসন্ন চীন সফরেও দেশটির বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
আরও পড়ুন
আগামীকাল বুধবার (২৬ মার্চ) চীন সরকারের আমন্ত্রণে চারদিনের সফরে চীনে যাবেন প্রধান উপদেষ্টা।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এমইউ/এমকেআর/এএসএম