জাতীয়

ব্যাংক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে। অন্তর্বর্তী সরকারের অর্জনগুলির মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ড. ইউনূস বলেন, পলাতক সরকারের আমলে চর দখলের মতো দেশের ব্যাংকগুলি দখল করে নেওয়া হয়েছিল।আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা।

আরও পড়ুন

অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে: ড. ইউনূসআমিরাতের ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে, আশা ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা জানান, ব্যাংক ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে। এতে করে অর্থনীতিতে ফিরেছে শৃঙ্খলা।

এমইউ/এএমএ/এমএস