পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের নির্দেশনা দিয়েছে ডেসকো। এ সময়ের জন্য প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া যে কোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন১ম বা ২য় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতাসড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিমতবে ঈদের ছুটিতেও রিচার্জ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডেসকোর হটলাইন অপারেটর আরজু জাগো নিউজে বলেন, গ্রাহক চাইলে যে কোনো সময় রিচার্জ করতে পারবেন। সেবা অব্যাহত রয়েছে। গ্রাহক ঈদের ছুটিতেও রিচার্জ করতে পারবেন।
এনএস/কেএসআর/জেআইএম