স্বাধীনতার মাস উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি ও নাট্যকার স্বপন কুমার বড়ুয়ার দুইটি অনন্য বই। বলাকা প্রকাশন থেকে প্রকাশিত বই দুইটির একটি রচয়িতার বাছাইকৃত কবিতার সংকলন ‘আমার যত ঋণ’। অন্যটি লেখকের নির্বাচিত ছয়টি নাটকের সংকলন ‘নাট্য ষষ্ঠী’।
‘আমার যত ঋণ’ -এর প্রতিটি কবিতা পাঠককে রোমন্থন করাবে যাপিত অতীত স্মৃতি। জোগাবে বর্তমানের দার্শনিক ভাবনার খোরাক, দেবে ভবিষ্যৎ ছুঁয়ে আসার বাস্তব অনুভূতি।
অন্যদিকে, নাট্য ষষ্ঠীর প্রতিটি নাটক শিল্পিত ভাষায় পাঠককে দেবে সমাজে যাপিত জীবনের এক একটি সহজ-সরল পাঠ।
আরও পড়ুন নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা মৌসুমের শুরুতেই দেশে তীব্র তাপপ্রবাহবলাকা প্রকাশনের কর্ণধার ও গবেষক জামাল উদ্দিন বই দুইটির লেখকের প্রশংসা করে জাগো নিউজকে বলেন, স্বপন কুমার বড়ুয়া বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা ছাড়াও তিনি লিখেছেন অসাধারণ সব নাটক ও প্রবন্ধ। আশা করি তার রচিত গ্রন্থ দুইটি পাঠক দারুণভাবে উপভোগ করবে।
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জুবায়ের জুয়েল জাগো নিউজকে বলেন, নিজের নামের আগে ‘লেখক’ বিশেষণ যোগ করতে অনেকের যাচ্ছেতাই বই প্রকাশের হিড়িক পড়ে ফেব্রুয়ারি মাসে। কিন্তু কবি ও নাট্যকার স্বপন কুমার বড়ুয়া এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি লেখালেখি করে আসছেন সেই ষাটের দশক থেকে। অথচ বই প্রকাশ করছেন এখন এসে, স্বাধীনতার মাসে। বলা বাহুল্য, প্রকাশিত গ্রন্থ দুইটি তার সেরা রচনাগুলো দিয়েই সাজানো।
চট্টগ্রামের কদম মোবারক মার্কেটের ২য় তলায় বলাকা প্রকাশনের বুকশপে বই দুইটি পাওয়া যাচ্ছে। অচিরেই ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় বিভিন্ন বইয়ের দোকানেও বই দুইটি পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম