মৌসুমের শুরুতেই দেশে তীব্র তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৮ মার্চ ২০২৫
হঠাৎ করে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ ডিগ্রির ঘরে/ফাইল ছবি

চলতি বছর ইতোমধ্যে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের অনেক জেলায় এই তাপপ্রবাহ ছড়িয়ে গরম বেড়ে গেছে। শুক্রবার (২৮ মার্চ) হঠাৎ করে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ ডিগ্রির ঘরে। যা তীব্র তাপপ্রবাহ (হিটওয়েভ) হিসেবে বিবেচিত।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, আজ যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এটি তীব্র তাপপ্রবাহ।

আরও পড়ুন

তিনি বলেন, এবার শীতের মৌসুমেও তাপমাত্রার ঊর্ধ্বগতি ছিল। তাই এবার অনেক আগেই তীব্র তাপপ্রবাহ চলে এসেছে। এপ্রিল মাসেও একাধিক মাঝারি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে যশোরে তাপমাত্রা কাল একটু কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা বাড়বে। এসময় বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার রাতে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ যশোর, সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরএএস/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।